Related Articles
স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত ৪ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর শিক্ষাগত যোগ্যতা ও পদের নামসমূহ :
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার প্রয়োজন, এছাড়া পদসমূহের বেতন স্কেল, বয়স, অন্যান্য সুবিধা নিম্নে তুলে ধরা হলো –
০১/পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা:প্রার্থীর কম্পিউটার মুদ্রাক্ষনে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে-Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে|
বয়স: অন্যূন ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
০২/পদের নাম:সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:০৫টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বয়স: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
০৩/পদের নাম:অফিস সহকারি
পদ সংখ্যা:৩৮টি
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
অন্যান্য যোগ্যতা:কম্পিউটারের দক্ষতা থাকতে হবে| প্রার্থীর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে |
বয়স: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
০৪/পদের নাম:দপ্তরি |
পদ সংখ্যা:০৯টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা:নির্দিষ্ট কোন যোগ্যতার প্রয়োজন নেই |
বয়স: অন্যূন ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
৪ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চআবেদন করার পদ্ধতি :
যে সকল প্রার্থীগণ বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | আবেদনের জন্য বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নির্ধারিত এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে –http://sbdhaka.teletalk.com.bd | শেষ তারিখ ও সময়ের জন্য প্রার্থী গড অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে | আপনি চাইলে নিম্নে দেওয়া আবেদন করুন বাটনে ক্লিক করেও আবেদন করতে পারবেন |
আবেদন শুরুর তারিখ: ২৫এপ্রিল ২০২৪ সকাল ১০টা থেকে
আবেদনের শেষ তারিখ:১৬ মে ২০২৪ বিকাল ০৫ টা পর্যন্ত |
আবেদন পূরণের সময় কিছু শর্তাবলী পালন করতে হবে :
১/ কর্তৃপক্ষের দেওয়ার সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী সময় ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে প্রার্থীর পরীক্ষার ফি জমা দিতে হবে |
২/ অনলাইনে আবেদন পত্রে প্রার্থী রঙিন ছবি( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel এবং প্রার্থীর স্বাক্ষর( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে | প্রার্থীর ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে |
৩/ প্রার্থী যে অনলাইনে আবেদন করেছে এবং আবেদনপত্রে যে সকল তথ্য সমূহ দিয়েছে তা পরবর্তী সময়ের জন্য প্রিন্ট করে রেখে দিতে হবে| কারণ প্রিন্ট করা আবেদন পত্রটি পরীক্ষার সময় ব্যবহৃত হবে |
৪/ অনলাইনে আবেদনের পূরণকৃত তথ্য যেহেতু প্রার্থীর সকল কাজে ব্যবহৃত হবে তাই সঠিক তথ্য দিয়ে শতভাগ নিশ্চিত হয়ে আবেদন পত্রটি জমা দিতে হবে |
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ আবেদনের পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া :
Online এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে | নির্ভুলভাবে আবেদন পত্র submit সম্পূর্ণ করা হলে প্রার্থী একটি User ID ,ছবি এবং সাক্ষ্য যুক্ত একটি Application’s Copy পাবেন | আবেদন ফ্রি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিক কথার বিষয়টি নিশ্চিত করে PDF Copy Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন |Application copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre- paid Mobile ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS করে ০১ নং পদের আবেদন ফি বাবদ ৩০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ৩৫/- টাকা মোট ৩৩৫/- টাকা জমা দিতে হবে এবং ০২ নং ও ০৩ নং পদের আবেদন ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ২৩/- টাকা মোট ২২৩/- টাকা জমা দিতে হবে |০৪ নং পদের আবেদন ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ১২/- টাকা মোট ১১২/- টাকা জমা দিতে হবে |টেলিটক নাম্বারে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে |ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোনভাবেই গৃহীত হবে না |
SMS প্রেরণের নিয়মাবলী :
প্রথম SMS :SBDHAKA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Reply : Applicant’s Name,TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee Type SBDHAKA<space>YES<space>PIN লিখে SEND করতে হবে16222 নম্বরে |
দ্বিতীয় SMS :SBDHAKA <space>YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example:SBDHAKA YES 12345678
Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .
SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :
শুধুমাত্র টেলিটক প্রি- পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |
প্রথমে,User ID জানা থাকলে SBDHAKA<space>Help <space>User <space> User ID & Send to 16222
Example: SBDHAKA HELP ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: SBDHAKA<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.
Example: SBDHAKA HELP PIN 12345678 & send to 16222.
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী-
যে সকল প্রার্থীগণ বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তাদের কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হবে| কর্তৃপক্ষের দেওয়া সেই সকল শর্তাবলী নিম্নে উল্লেখ করা হলো এবং তা অবশ্যই পালন করতে হবে-
১/ Online এ আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সময় কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন |
২/প্রার্থী Online পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন |
৩/ সকল পদের প্রার্থীর বয়স আগামী ১.৪.২০২৪ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে | তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিল যোগ্য | বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না|
৪/সরকারি/ আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে |চাকরি রত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পত্র পূরণের সময় (টিকচিহ্ন) এর ঘরে টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কারী কর্তৃক কর্তৃপক্ষ প্রদত্ত অনআপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে |
৫/ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালা এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি–বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে |
৬/কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/ বাতিল/ প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন |
৭/ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না|
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড :
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.police.gov.bd অথবা https://specialbranch.gov.bd/ এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু মাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে | তাই প্রার্থীকে অবশ্যই যে মোবাইল নম্বরটি আবেদনের সময় দেয়া হয়েছিল তা সার্বক্ষণিক সচল রাখতে হবে |SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও বেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর রঙিন প্রিন্ট করে নিবেন |প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন( প্রযোজ্য ক্ষেত্রে) |
নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://sbdhaka.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম ধাপে ধাপে দেওয়া হল –
প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে http://sbdhaka.teletalk.com.bd ভিজিট করুন।
তারপর,“Application Form” অপশনে ক্লিক করুন।
আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
রেলপথ মন্ত্রণালয় চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
প্রার্থীর যোগ্যতা যাচাই :
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট কাগজের প্রয়োজন হবে যে সকল প্রয়োজনীয় সনদ পত্রের দরকার হবে তা নিম্নে তুলে ধরা হল-
১/ আবেদনকালীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হবে |
২/ প্রবেশপত্র সহ পুরনকৃত রঙিন আবেদন পত্রের কপি(Application Copy) এবং ০২ কপি ছবি |
৩/ প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা/ সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান/ মেয়র/ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র |
৪/ প্রার্থীর জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ প্রয়োজন হবে |
৫/ আবেদনকারী যদি মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধার একটি সুস্পষ্ট সনদপত্রের প্রয়োজন হবে |
৬/ শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র|
৭/ যদি প্রার্থীর কোন কাগজপত্র ভুয়া বা মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
০৮/ সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্ত্বশাসিত সংস্থায় চাকরি রত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র দাখিল করতে হবে|
০৯/ যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলন জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্ত্বশাসিতপ্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবে না |
১০/ সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে|
যোগাযোগের মাধ্যম
প্রার্থী যদি আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ দেওয়া এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন |
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://specialbranch.gov.bd/
প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে http://sbdhaka.teletalk.com.bd ভিজিট করুন।
তারপর,“Application Form” অপশনে ক্লিক করুন।
আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
রেলপথ মন্ত্রণালয় চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://specialbranch.gov.bd/